ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। জুলফিকার ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি। খবর প্রেস টিভির। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা এই অভিযানে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এই ক্ষেপণাস্ত্র হামলা ‘সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে’।

এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলের ৩০০টিরও বেশি শহরে সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে অধিকৃত অঞ্চলের সংবাদমাধ্যমগুলো। ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, এই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে এবং তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়াও বিবৃতিতে ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাদের যুদ্ধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। এতে আরও বলা হয়েছে, তারা দখলকৃত ভূখণ্ডের লক্ষ্যবস্তু এবং সেইসঙ্গে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে তাদের আক্রমন বৃদ্ধির জন্য কাজ করছে। সশস্ত্র গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে, ‘গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’ এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সম্প্রতি ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ইসরায়েলগামী দুটি জাহাজ-‘ম্যাজিক সীজ’ এবং ‘ইটার্নিটি সি’ ডুবিয়ে দিয়েছে। এছাড়া তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরসহ দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন অংশে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত