ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের গ্রিনল্যান্ড শুল্ক ঠেকাতে তৎপর ইইউ.

চলছে পাল্টা ব্যবস্থার প্রস্তুতিও
ট্রাম্পের গ্রিনল্যান্ড শুল্ক ঠেকাতে তৎপর ইইউ.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ থেকে বিরত রাখতে প্রচেষ্টা বাড়ানোর ব্যাপারে বিস্তৃত সমঝোতায় পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের শুল্ক বলবৎ হলে পাল্টা ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইইউ কূটনীতিকরা। ট্রাম্প গত শনিবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ের পণ্যে ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক আলোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড কেনা পর্যন্ত এ শুল্ক থাকবে বলেও তিনি জানান। প্রভাবশালী ইইউ দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপকে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওয়াশিংটনের এ পদক্ষেপের কী কী প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে বৃহস্পতিবার জরুরি সম্মেলনে বসার কথা রয়েছে ইইউ নেতাদের। তাদের প্রতিক্রিয়ার মধ্যে থাকতে পারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৯ হাজার ৩০০ কোটি ইউরোর পণ্যে পাল্টা শুল্ক আরোপ, ছয় মাসের স্থগিতাদেশ শেষে যা আগামী ৬ ফেব্রুয়ারি স্বয়ংক্রিয়ভাবেই চালু হতে পারে। অন্য যেসব বিকল্পের কথা ভাবা হচ্ছে, তার মধ্যে আছে কখনো কাজে না লাগানো ‘জোর-জবরদস্তিবিরোধী ব্যবস্থা’ বা ‘অ্যান্টি-কোয়েরশন ইন্সট্রুমেন্ট’ (এসিআই) সক্রিয় করা, যা সরকারি দরপত্র, বিনিয়োগ ও ব্যাংকিং কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সীমিত করবে কিংবা ডিজিটালসহ সব ধরনের সেবা খাতমূলক বাণিজ্যে বিধিনিষেধ আরোপ, যে খাতে ইইউর সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক লাভ থাকে। তবে প্রাথমিকভাবে এসিআই-র তুলনায় পাল্টা শুল্ক আরোপেই বেশিরভাগ দেশের পক্ষপাত দেখা যাচ্ছে। সইইউ সম্মেলনগুলোতে সভাপতির দায়িত্ব পালন করা ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ইইউ সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে সহায়তা দিতে দৃঢ় অঙ্গীকার এবং যে কোনো ধরনের জোরজবরদস্তি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। সগত বুধবার এ সংক্রান্ত বিষয়ে মতবিরোধ নিয়ে কাজ করতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করেছে। সেদিকে ইঙ্গিত করে নরওয়ে সফররত ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লারস লোকি রাসমুসেন বলেছেন, ডেনমার্ক কূটনীতিতে বেশি মনোযোগ দিচ্ছে। “যুক্তরাষ্ট্রে কেবল তার প্রেসিডেন্টই থাকেন না। আমি সম্প্রতি সেখানে গিয়েছিলাম। আমেরিকান সমাজে জবাবদিহিতা ও ভারসাম্য রক্ষার ব্যাপারও আছে,” বলেছেন তিনি।

গ্রিনল্যান্ড নিয়ে সংলাপেই যে ইইউ বেশি জোর দিচ্ছে, তার খানিকটা প্রমাণ মিলবে এবারের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামেও। সেখানে বুধবার ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা রয়েছে, ছয় বছরের মধ্যে এবারই প্রথম তিনি ওই সম্মেলনে হাজির হচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত