প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৮ ডিসেম্বর, ২০২৫
একগুঁয়ে ও জেদি নারীরাই দাম্পত্য জীবনে ব্যর্থ; এমনকি আত্মীয়দের সঙ্গেও সুসম্পর্ক গড়তে পারে না তারা। যে নারী সম্পর্ক গড়ার ক্ষেত্রে আবেগ-ভালোবাসা আর নমনীয়তার বিচক্ষণতা হারিয়েছে, নিজের মতামত ও জেদকে প্রাধান্য দিয়েছে, সে-ই দাম্পত্যজীবনে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে। এর কারণ-
তখন সে স্বামীর সঙ্গে টানাটানি ও ঠেলাঠেলিতে প্রবেশ করবে। বিজয়ের জন্য নিজের আমিত্বকে জাহির করতে চাইবে। আর তখনই সে স্বামীর জেদের সামনে পরাজিত হবে। এমনকি তার বিরুদ্ধে নিকটস্থ ব্যক্তিরাও জেদি হয়ে উঠবে। কেননা, পুরুষরা জেদি স্ত্রী বা একগুঁয়ে বোনের সামনে আরও বেশি কঠোর ও জেদপ্রবণ হয়ে ওঠে। কিন্তু নমনীয় নারীর সামনে তারা হয় কোমল।
জেদি নারী ধারণা করে, সে যদি নিজের মতামতের ওপর দৃঢ় থাকে এবং দ্বন্দ্বের ঝড়ে অটল থাকতে পারে, তবে সে বিজয়ী হবে। কিন্তু এ কথা ভুলে যায়, নিজের মতের ক্ষেত্রে জেদ করে যদি একটা বিজয় পেয়েও যায়, কিন্তু বিপরীত দিকে সে এমন একটি হৃদয় হারাবে, যে তাকে ভালোবাসত।
অধিকাংশ ঘটনায় পণ্ডিতগণ সহজ-সরল নম্র ও আবেগপ্রবণ স্বামীভক্ত নারীদের প্রশংসা করেছেন। যে নারী নম্রতার সঙ্গে স্বামীকে সঙ্গ দেয় ও তার ভালোবাসা আদায় করার কৌশল বোঝে, তাকেই স্বামী অধিক ভালোবাসে ও আঁকড়ে রাখে।
ঝড় উঠলে তা চলে যাওয়ার জন্য যে নারী মাথা নামিয়ে ন্যুয়ে পড়ে, সে-ই বুদ্ধিমান ও জ্ঞানী। তার পক্ষেই সংসারকে চিরকাল আঁকড়ে রাখা সম্ভব। কিন্তু যে নারী শুকনো গাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সে মচকে যায় বা এমনভাবে ভেঙে যায়, যা আর জোড়া লাগে না।
নিজের মতের ওপর অটল জেদি নারীর বিশ্বাস হচ্ছে, আমিই বিজয়ী হব, তুমি পরাজিত হবে। এ নারী মূলত অন্যকে ধ্বংস করার আগে নিজেকেই ধ্বংস করে। সর্বদা আফসোসের জীবন অতিবাহিত করে। যার তিক্ততা সে ভোগ করে দুনিয়া ও আখেরাতে।
পারিবারিক কনসালটেন্সি বিভাগে কাজ করে ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, একগুঁয়ে ও জেদি নারীদের পরিণাম শেষ হয় তালাকের মাধ্যমে। ফলে তারা পারিবারিক ও সামাজিক জীবনে হয় ব্যর্থ।
এক বেদুইন নারী তার কন্যার বিদায়ের দিন যে উপদেশ দিয়েছিল, তা অত্যন্ত চমৎকার প্রজ্ঞাপূর্ণ কথা এবং পরীক্ষিত সত্য। সফল স্ত্রীরা এর বাস্তবতাকে প্রমাণ করেছেন।
উপদেশটি হচ্ছে, ‘তুমি স্বামীর সামনে নিজেকে একজন দাসীতে পরিণত কর। দেখতে পাবে, অচিরেই সে তোমার দাসে পরিণত হয়ে যাবে। ভালো পুরুষরা ধৈর্যশীল ও উদার হয়ে থাকে। কিন্তু নির্বোধ ও একগুঁয়ে জেদি নারীরা তাদের শত্রুতে পরিণত করে।’
আরবি থেকে ভাষান্তর : আবু তাকরিম