কক্সবাজারের মহেশখালীতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় পথচারী এক শিশু নিহত ও মা আহত। গতকাল মঙ্গলবার বিকালে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি কাইছার হামিদ। নিহত শিশু মিজান মণি (৬) একই এলাকার রবিউল আলমের ছেলে। ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা। স্থানীয়দের বরাতে কাইছার হামিদ বলেন, বিকালে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়ায় সড়কের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল মিজান মণি ও তার মা। কালারমারছড়া বাজার স্টেশনমুখি ব্যাটারি চালিত একটি ইজিবাইক বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে পথ ছেড়ে দেয়ার চেষ্টা চালায়। এ সময় ইজিবাইকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মা ও শিশুকে ধাক্কা দেয়। এতে দুইজনেই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। কাইছার হামিদ জানান, খবরটি অবহিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।