যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে গতকাল সোমবার বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত?রা হলেন- কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম এবং ভ্যানের যাত্রী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিঞার ছেলে আব্দুর রাজ্জাক আকন্দ। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুর ইসলাম জানান, বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলার লালন শাহ সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী হেলপার ছিলেন।