‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জোড় হয়ে দুপুর ১টার দিকে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেয় ‘তথ্য আপা’র কর্মীরা। এক পর্যায়ে সচিবালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশি বাঁধার মুখে পড়েন এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
সরেজমিন দেখা গেছে, ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ তিন দাবিতে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। তাদের তিনটি দাবির মধ্যে রয়েছে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, কেটে নেওয়া বেতন-ভাতা দ্রুত ফেরত দেওয়া এবং সরকারের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা করে রাজস্বকরণের একটি নির্ধারিত রোডম্যাপ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সরকারের পক্ষ থেকে কোনও গঠনমূলক সাড়া না পেয়ে তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। অথচ অন্যান্য প্রকল্পের জনবল এরই মধ্যে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে।