বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় অনেকগুলো সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, হয়েছেও। তবে যেই ব্যাপারটি হওয়ার ছিল সেটা ঝুলে আছে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কি না তা এখনও নিশ্চিত হতে পারেনি খোদ বিসিবি। তাই ক্রিকেট সংশ্লিষ্টদের ধারণা ক্রিকেটারদের চুক্তি ঘোষণা হওয়া আটকে আছে।
দুই অভিজ্ঞ ক্রিকেটার চ্যাম্পিয়নস ট্রফি খেলার পর দেশে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে পারেননি। তাদের ভবিষ্যত পরিকল্পনা কি হবে তা এখনও খোলাসা নয়।
মুশফিকের টেস্ট ক্রিকেট খেলা নিয়ে কারো দ্বিমত নেই। তবে ওয়ানডেতে তিনি এবং মাহমুদউল্লাহর অবসর চাইছে ক্রিকেটপ্রেমীরাই। বাংলাদেশের সামনের ওয়ানডে ব্যস্ততা পাকিস্তানের বিপক্ষে আগামী মে মাসে। দুই অভিজ্ঞ ক্রিকেটার খেলবেন কি না সে সিদ্ধান্ত নেয়া এখন গুরুত্বপূর্ণ।