ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতা শহিদুল হক শহিদের হামলা এবং হামলায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ ঘুরে ’৭১ এর গণহত্যা ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘যে হাত শিক্ষার্থী মারে, সে হাত ভেঙে দাও’,ম ‘আমার শিক্ষার্থী ভাইকে মারে, প্রশাসন কী করে’, ‘অবিলম্বে শহিদুলকে গ্রেপ্তার করতে হবে’, ‘হামলাকারীর বিচার চাই, বাঁচার জন্য বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে বক্তব্য দেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যেসব সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলা ও চাঁদাবাজির রাজনীতি ফিরিয়ে আনার পাঁয়তারা করছে তাদের সাবধান থাকা দরকার। এ দেশের মানুষ আর নব্য কোনো ফ্যাসিবাদ কায়েম করতে আর দেবে না। বারবার শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে, এর একটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। বিক্ষোভ সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, ধোলাইখালে শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। হামলাকারীরা যে দল, গোষ্ঠী, মতেরই হোক না কেনো তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা আপসহীন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, দল ও মতের ঊর্ধ্বে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করতে চাই। শিক্ষার্থীদের ওপর হামলাকারী শহিদুল ও তার দোসররা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। নতুবা ভিন্ন কোনো পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার একটা প্রতিষ্ঠান। কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েও কেনো সঙ্গে সঙ্গে তাদের আটক করেনি? আমরা এখানে কারও সঙ্গে বিরোধ করতে আসি নাই, স্থানীয় মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্কে শিক্ষার্থীরা থাকতে চায়। কিন্তু যখন হুমকি দেয়া হয়, শিক্ষার্থী বলে আঘাত করা হয়, হামলা করা হয়, তখন এটি আমাদের ভাবায়। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের নিকট আহ্বান করবো আপনারা অভিভাবক হিসেবে এখানে ভূমিকা রাখবেন। প্রয়োজনে অপরাধকারীদের বিরুদ্ধে সরাসরি মামলা করবেন। রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত