বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ কর্তৃক ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে ইউনিয়নকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করা, ফ্যাসিস্ট আমলের দুর্নীতি-অনিয়ম তদন্তে অনিহা এবং ফ্যাসিবাদের দোসরদের সুরক্ষা দেয়ার প্রতিবাদে গতকাল বুধবার বেলা ১১টায় বাসস কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় অনতিবিলম্বে মাহবুব মোর্শেদের অপসারন দাবি করে বক্তারা বলেন, বাসস এমডির বিগত ৬ মাসের কার্যকলাপ বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজ্বকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিগত বছরগুলোয় বিভন্ন সোস্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট সরকারের গুণকীর্তন করে মাহবুব মোর্শেদের দেয়া স্ট্যাটাস-এর উল্লেখ করে বক্তারা বলেন, যারা ১৬ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা রাজ্বপথে ছিলেন সেসব সাংবাদিকদের ওপর ফ্যাসিস্ট-এর সেই দোসর মাহবুব নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাসস কার্যালয়ে ত্রাস সৃষ্টিকারি এবং দুর্নীতিবাজ্বদের আশ্রয়-প্রশ্রয়দানকারিকে অবিলম্বে অপসারণের জ্বন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়।
ডিইউজে সভাপতি বলেন, আগামি ১৭ মার্চের মধ্যে বাসস এমডিকে তার পদ থেকে অপসারন করে সংকটের সুরাহা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সহ-সভাপতি রফিক মুহাম্মদ, বাসসের সাবেক ইউনিট চিফ আবুল কালাম মানিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি গাযী আনোয়ারুল হক, সাবেক সহ-সভাপতি খন্দকার কাউসার হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর মিয়া, নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও আবু হানিফ, ডিইউজের প্রচার সম্পাদক আবুল কালাম, জ্বনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম মোশাররফ হোসাইন, তালুকদার রুমী, ও ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচএম আল-আমিন, জ্বসিম মেহেদী ও আবদুল হালিম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শাখাওয়াত মঈন চৌধুরী, জ্বহিরুল হক রানা, কামরুজ্জামান বাবলু, মশিউর রহমান রুবেল, নোমান মোশাররফ, এসএম মিজান, সরদার মতিউর রহমান, ফয়েজ্ব উল্লাহ মানিক, আমিনুল ইসলাম, রাসেল আহম্মেদ এবং আনিসুর রহমান।