ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ নুর (৩০) নামে এক রোহিঙ্গা কমিউনিটি লিডারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ক্যাম্প-২০ ব্লক-এম/৩২-এর আওতাধীন জ্বনৈক তৈয়বের শেল্টারের পাশে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নুর (৩০) ক্যাম্প- ২০ ব্লক- এম/৩২ এর কমিউনিটি লিডার (হেড মাঝি) এবং আবু ছৈয়দের ছেলে। বিষয়টি জানিয়েছেন উখিয়া থানার ওসি আরিফ হোসাইন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্প-২০ এর মোজাম্মেলের মুদি দোকান থেকে নুর তার নিজের শেল্টারে যাচ্ছিল। এসময় তার শেল্টারের পূর্ব দিকে জ্বনৈক তৈয়ব এর শেল্টারের সামনে পায়ে হেঁটে চলার পথে অজ্ঞাতানামা ৪/৫ জ্বন সন্ত্রাসী তাকে অন্ধকারের মধ্যে এলোপাতাড়িভাবে মুখে ও গলায় কুপিয়ে মারাত্মকভাবে জ্বখম করে। আশপাশে লোকজ্বন এগিয়ে আসার আগেই সন্ত্রাসীরা তাকে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজ্বন ও পরিবার তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের নেতৃত্বে নুর নামের একজ্বন রোহিঙ্গাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ্ব করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত