সম্প্রতি রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার ক্রাইম ইউনিট। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরনের অবজ্ঞাপূর্ণ মন্তব্য ও সহিংস আচরণ করে, এরপর সেসব ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে। গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নারীর প্রতি সহিংসতার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য অপরাধমূলক কার্যক্রমেও অভিযান অব্যাহত থাকবে।