ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আগামী বছর থেকে কর্পোরেট কর আদায় হবে অনলাইনে

আগামী বছর থেকে কর্পোরেট কর আদায় হবে অনলাইনে

আমাদের দেশে প্রত্যক্ষ করের পরিমাণ অনেক কম জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমাদের সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। যারা কর দেয় না তাদের আমরা নোটিশ করছি। কর আদায়ে ডিজিটাইলেজশন করছি? আগামী বছর থেকে কর্পোরেট কর অনলাইনে আদায় করা হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশকে বিনিয়োগবান্ধব করতে করের হার অনেক কমিয়েছি। সবার কাছ থেকে যেহেতু কর আদায় করতে পারি না, আবার কর ফাঁকিও যেহেতু হয়, তাই যখনই কোনো পদক্ষেপ নিতে চাই কমপ্লায়েন্ট করদাতারা তখন অভিযোগ করেন। গতকাল এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এদিকে তিনি প্রসংশা করে বলেন, খারাপ সময়েও রাজস্ব গ্রোথ ভালো, এপ্রিলে আরও ভালো হবে। অটোমেশন প্রসঙ্গে তিনি বলেন, বন্ডের ক্ষেত্রে পুরোপুরি অটোমেশন করতে পেরেছি? সেন্ট্রাল বন্ডেড হাউজে নানা সুবিধা দেওয়ার চেষ্টা করছি। সিঙ্গেল উইন্ডোতে অটোমেশন করছি। এগুলো হলে ব্যবসায়ীরা উপকৃত হবে। আগামী বাজেট প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেটে একটা সিগন্যাল পাবেন। আমরা একটু সহনীয় করার চেষ্টা করছি। কিছু ক্ষেত্রে কঠিন পদক্ষেপ নেব।

এনবিআর চেয়ারম্যান বলেন, এখন থেকে প্রত্যক্ষ কর বাড়িয়ে রাজস্ব আহরণ বাড়ানো হবে। আমাদের ১ কোটি ১৫ লাখের মতো টিআইএনধারী আছেন। তাদের মধ্যে রিটার্ন দাখিল করেন মাত্র ৪০ লাখ। বাকি প্রায় ৭৬ লাখ কিন্তু রিটার্ন দেন না। এখন যেসব টিআইএনধারী ট্যাক্স দেন না তাদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত