গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। তাদের মতে, এ সুপারিশ কার্যকর হলে গণমাধ্যমে আসবে কাঠামোগত পরিবর্তন এবং সাংবাদিকতা হবে স্বাধীন ও নিরাপদ। গতকাল ‘মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে ‘অধিকার’ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যদি বাস্তবায়ন হয়, তাহলে গণমাধ্যমের ওপর কোনো ফ্যাসিবাদী শক্তি আর আধিপত্য বিস্তার করতে পারবে না। দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের দায়িত্বশীলতা ও সাহসিকতাকে সম্মান জানিয়ে তাদের নিরাপত্তার জন্য কার্যকর আইন জরুরি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন এখন সময়ের দাবি অধিকারের ডিফেন্ডার আব্দুল্লাহ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য এতে বক্তব্য দেন- মানবাধিকারকর্মী মো. কামাল উদ্দিন, জাফর ইকবাল, ব্যাংকার কাজী জসিম, ইঞ্জিনিয়ার মো. মোমেন, রাজনীতিক সাথী উদয় কুসুম বড়ুয়া, রাফসান জানি, সারোয়ার মঞ্জু, মো. জিয়া উদ্দিন, মো. শাহীন, জিতেন বড়ুয়া, ইকবাল, রাইসা হাসান, মীর বরকত, জাবেদ রেজা, রোজিনা, হাবিবুল আক্কাস ও ইব্রাহিম হোসেন।