রাঙামাটিতে ‘কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাঙামাটি আঞ্চ?লিক কৃষক প্রশিক্ষণ কে?ন্দ্রে কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয় আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, কৃষিবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. সহিদ উল্ল্যাহ।