বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা প্রতিনিয়ত ভুল ও অসত্য তথ্যের শিকার হন। তাই সত্য সংবাদের উৎস হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভর করা যায় না।
বর্তমান যুগে তথ্য আদান-প্রদানের এক শক্তিশালী মাধ্যম হলেও, একইসঙ্গে এটি গুজব ও ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ঘিরে ছড়িয়ে পড়ে একটি গুজব, তার এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বিবাহ বিচ্ছেদের খবর। খবরটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও কৌতূহল। এরপরই জানা যায় এটি সম্পূর্ণ গুজব, দেশের একটি গণমাধ্যমে বিশ্বস্ত পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। সাকিব ও শিশিরের দাম্পত্য জীবন স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এর আগে গুঞ্জন উঠেছে সাকিব ও শিশিরের বিবাহ বিচ্ছেদ নিয়ে। এমন শঙ্কা তৈরি করেছেন শিশির নিজেই। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাকিবের সঙ্গে তার অনেক ছবিই ডিলিট করে দিয়েছেন তিনি। তবে গত বছর ১৫ আগস্ট এক দীর্ঘ পোস্টে সাকিবপত্নী জানান, তাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশজুড়ে ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে ঘটে এক ব্যাপক গণআন্দোলন। বৈষম্যবিরোধী এই আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন ঘটে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এর প্রভাবে সাকিব হারান তার সংসদ সদস্যের পদও। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। তার রাজনৈতিক প্রভাব পড়েছে ক্রিকেট ক্যারিয়ারে।