আবারও নীতি সুদহার অপরিবর্তিত রাখল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। যদিও তারা বলেছে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির জেরে দেশটিতে মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। ফলে মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ বা পূর্বাভাস নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, মার্কিন অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারবে বা ক্রমবর্ধমান অনিশ্চয়তার চাপে গতি হারিয়ে ফেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। খবর রয়টার্সের
গত বুধবার মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদে সম্মেলনে জেরোম পাওয়েল আরও বলেন, ট্রাম্প শেষমেশ কোনো নীতিতে থাকবেন বা রাজনৈতিক ও আইনি লড়াই শেষে কী পরিস্থিতি দাঁড়াবে এ সবকিছু নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা আছে। সেই সঙ্গে যে নীতি গৃহীত হবে, তার পরিসর, ফলাফল ও মাত্রা নিয়ে এত এত অনিশ্চয়তা আছে যে এই মুহূর্তে মুদ্রানীতি কী হবে, সে বিষয়ে ফেডের পরিষ্কার ধারণা নেই। এ কথার মধ্য দিয়ে পাওয়েল বুঝিয়ে দিলেন, ট্রাম্পের পাইকারি হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ফেডারেল রিজার্ভকে কোণঠাসা করে রাখা হয়েছে। ফেডারেল রিজার্ভ এবারও নীতি সুদহার অপরিবর্তিত রাখায় নীতি সুদহার এখন ৪ দশমিক ২৫ শতাংশ থেকে ৪ দশমিক ৫০ শতাংশ সীমার মধ্যে আছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে সুদহার এর মধ্যেই ঘোরাফেরা করছে।