রংপুরের কাউনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা (১৬) এবং তার চাচি রুবি বেগম (৩২) ও দুই বছর বয়সি চাচাতো ভাই রহমত। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম।