
ময়মনসিংহের মুক্তাগাছায় নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ের আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। গতকাল সোমবার দুপুরে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. হারুন অর রশিদ মামলার দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব, একই এলাকার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল, সরিষাবাড়ী উপজেলার রাধনগর গ্রামের বাসিন্দা রমজান আলী, সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল হাই ওরফে হীরা, একই উপজেলার মির্জাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ এবং মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের বাসিন্দা আব্দুছ সালাম।