ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট-এর ৩০ বছর পূর্তি

বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট-এর ৩০ বছর পূর্তি

পাবনা জেলার বেড়া উপজেলার নাকালিয়া মন্জুর কাদের ডিগ্রি কলেজে গত শনিবার বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্রেডের সকল স্তরের অংশীজনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্টেক- হোল্ডাররা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক যুগ্ম সচিব মো. শামছুল হক। ব্রেডের উপ-পরিচালক হুমায়রা ইয়াছমিন পিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রেডের বিভিন্ন যুবদলের সদস্যরা তাদের অভিজ্ঞতা, শিখন ও সফলতা তুলে ধরেন।

বিভিন্ন যুবদলের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মনিকাণ্ড কৃষ্ণচূড়া দল, শ্রাবন্তী- যমুনা দল, তামিম- চলো এগিয়ে দল, সিনি খাতুন ও ইবরাহিমণ্ড টাইগার দল। এছাড়া কমিউনিটি থেকে বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গসহ বক্তব্য রাখেন মো. এসডি কে এস-এর নির্বাহী পরিচালক নাছির উদ্দিন ময়নুল, উদ্দীপন মহিলা সমিতির নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন, আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর বেগম, ভাঙ্গুরা উপজেলা আদিবাসী সমিতির সভাপতি শ্রী জ্ঞানেন্দ মুরারী ও আদিবাসী কমিউনিটি সমাজসেবক ডা. দুলাল সরকার। এছাড়া ব্রেডের পক্ষ থেকে বক্তব্য রাখেন গবেষণা সম্পাদক ড. শরিফ আহমেদ চৌধুরি, ব্রেডের পরামর্শক জাকিয়া শিশির এবং ড. নরেশ চন্দ্র মধু। অনুষ্ঠানে ব্রেডের ৩০ বছরের যাত্রা ও সাফল্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ব্রেডের প্রকল্প সমন্বয়ক আশিকুর রহমান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত