ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে বড় দ্বন্দ্বের মঞ্চ প্রস্তুত করল ইইউ

দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে বড় দ্বন্দ্বের মঞ্চ প্রস্তুত করল ইইউ

ইউরোপীয় কমিশন গতকাল বুধবার ইইউ’র দীর্ঘমেয়াদি বাজেটের প্রস্তাব উন্মোচনের মাধ্যমে দুই বছরের টানটান আলোচনার সূচনা করবে, যেখানে অর্থায়ন সংস্কার অন্তর্ভুক্ত থাকায় এটি আবারো কৃষকদের সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। ব্রাসেলস, বেলজিয়াম থেকে এএফপি জানায়, ইইউ প্রধান উরসুলা ভন ডার লেনকে এখন অনেকগুলো অগ্রাধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। যেমন নিরাপত্তা জোরদার, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতা বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং ২০২৮ সাল থেকে পরিশোধযোগ্য ঋণ শোধ করা। এই সব কিছুই এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর বাণিজ্যিক উত্তেজনা বাড়ছে। পূর্ববর্তী ২০২১-২০২৭ সময়কালের বাজেট ছিল প্রায় ১.২ ট্রিলিয়ন ইউরো (১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার)। যা সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় আয় থেকে প্রায় এক শতাংশ হারে অবদান এবং ইইউ কর্তৃক সংগৃহীত রাজস্ব যেমন কাস্টমস শুল্ক দ্বারা গঠিত। সামনের বড় চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে বাজেটের আকার। কারণ, ইইউর সবচেয়ে ধনী দেশগুলো আরও অর্থ প্রদানে অনিচ্ছুক। তবে আগের বাজেটের মতো এবার ইইউর অতিরিক্ত দায় রয়েছে। কোভিড মহামারির সময় ৮০০ বিলিয়ন ইউরো ধার নেওয়া হয়েছিল ইউরোপীয় অর্থনীতিকে সহায়তা করার জন্য। ২০২৮ সাল থেকে এই ঋণ শোধে বছরে প্রায় ২৫ থেকে ৩০ বিলিয়ন ইউরো খরচ হবে। ইউরোপীয় পার্লামেন্ট স্পষ্ট করেছে যে বাজেট বাড়ানো প্রয়োজন হবে। বাজেট নিয়ে পার্লামেন্টের পক্ষে আলোচনার নেতৃত্ব প্রদানকারী ইইউ সংসদ সদস্য সিগফ্রিড মুরেশান বলেন, আমরা বিশ্বাস করি, ইউনিয়ন একই পরিমাণ বা কম বাজেট নিয়ে বেশি কিছু করতে পারবে না। তাই শেষ পর্যন্ত বাজেট বৃদ্ধি অনিবার্য। তিনি বলেন, কমিশন এমন কিছু নতুন রাজস্ব উৎসের প্রস্তাব দেবে, যেমন ইউরোপের যেসব বড় কোম্পানির বার্ষিক নিট আয় ৫০ মিলিয়ন ইউরোর বেশি, তাদের ওপর কর আরোপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত