ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বড়শিতে ধরা পড়ল ৪৫ কেজির দুই সামুদ্রিক মাছ

বড়শিতে ধরা পড়ল ৪৫ কেজির দুই সামুদ্রিক মাছ

টেকনাফের সেন্টমার্টিনে জেলের বড়শিতে ধরা পড়ল সামুদ্রিক দুটি গোয়া মাইট্যা মাছ। মাছ দুটির ওজন ৪৫ কেজি, যা পরে ২৪ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা স্থানীয় জেলে বশির আহমদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে। এ বিষয়ে জেলে বশির আহমদ বলেন, গতকাল মঙ্গলবার দ্বীপসংলগ্ন সাগরে বড়শিতে মাছ ধরছিলাম। ঘণ্টাখানেক পরে একপর্যায়ে ধাপে ধাপে দুটি সামুদ্রিক গোয়া মাইট্যা মাছ আমার বড়শিতে ধরা পড়ে। মাছ দুটির ওজন ৪৫ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ৫৫০ টাকা করে ২৪ হাজার ৭৫০ টাকা মূল্যে বিক্রি করেছি। তিনি আরও বলেন, প্রায় সময়ই বড়শিতে সাগরে মাছ ধরলে বিভিন্ন সময় বড় বড় সামুদ্রিক মাছ পাওয়া যায়। অন্যান্য জেলেদের বড়শিতেও বড় মাছ ধরা পড়ে। একদিকে মাছ পেয়ে যেমন আনন্দ লাগে তেমনি অন্যদিকে পরিশ্রমের পরে মাছ বিক্রির মোটা অংকের টাকা পেলে আরও বেশি খুশি বা আনন্দ লাগে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, সাগরে দ্বীপের জেলেদের বড়শিতে ও জালে প্রায়ই এ ধরনের বড় জাতের মাছ ধরা পড়ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত