ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘নগরীতে ১০ লাখ গাছ লাগিয়ে গ্রিন চট্টগ্রাম গড়ব’

‘নগরীতে ১০ লাখ গাছ লাগিয়ে গ্রিন চট্টগ্রাম গড়ব’

পরিবেশ রক্ষায় নগরীতে ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন নগরী হিসেবে গড়ে তোলা হবে। শিশুদের জন্য স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার নগরীর লালদিঘী মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ সব কথা বলেন। মেলায় ৬১টি স্টলে মিলছে রঙ-বেরঙের গাছ। আগামী ১৯ আগস্ট সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি হবে। মেলায় আগত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন দিয়ে ও কার্বন-ডাই অক্সাইড শোষণ করে গাছ আমাদের বেঁচে থাকার পথ সুগম করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ- যতদিন গাছ বেঁচে থাকবে, ততদিন আমলনামায় সওয়াব লেখা হবে। শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্বারোপ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান মেয়র। মেয়র স্মৃতিচারণ করে বলেন, এক সময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর। কিন্তু অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। তাই সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। শিশুদের জন্য স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ নগর পরিবেশ তৈরিতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র ডা. শাহাদাত আরও বলেন, ‘ময়লা জানালা বা রাস্তার বাইরে ফেলার পরিবর্তে ঝুড়িতে ফেলতে হবে, এতে নালা ভরাট হবে না এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। ঘুমাতে যাওয়ার আগে ও সকালে দাঁত ব্রাশ করা, সকালের নাস্তা খাওয়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। শিক্ষার্থীরা সততার সঙ্গে কাজ করতে এবং বিপদে থাকা বন্ধুর পাশে দাঁড়াতে শিখবে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমরসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধানরা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত