ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মারামারির ঘটনায় আনিসুলসহ ৭৪ জনের নামে মামলা

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মারামারির ঘটনায় আনিসুলসহ ৭৪ জনের নামে মামলা

আড়াই বছর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে ‘মারামারির ঘটনায়’ কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় গত বুধবার মামলাটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান। অন্য আসামিদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, আইনজীবী এম কে রহমান, বশির আহমেদ, বারের সাবেক সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, আলোচিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ রয়েছেন। বাদী রবিউল হাসান বলেন, ২০২৩ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারামারির ঘটনায় তিনি এ মামলা করেছেন। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘ভোট নিয়ে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তদন্ত করছি, এখন পর্যন্ত কাউকে এ মামলায় গ্রেপ্তার করা যায়নি।’

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ মার্চ আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের উত্তেজনার মধ্যে ভাঙচুর, পুলিশের পিটুনি, হট্টগোল ও ধাক্কাধাক্কির মধ্য দিয়ে সমিতির ভোট হয়। পুলিশের পিটুনিতে আইনজীবী ও সাংবাদিকসহ অনেকে আহত হন। ওই সময় বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা নির্বাচন বর্জনের ঘোষণা না দিয়ে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তোলেন। ওই নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতেই জয় পান আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আইনজীবীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত