ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি

রাবিতে শিবিরের তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

রাবিতে শিবিরের তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শিরোনামে তিন দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় প্রদর্শনীটির উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ। এই প্রদর্শনী ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রদর্শনীতে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লব সংশ্লিষ্ট ছবি, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতনের চিত্র, রাজশাহীর শহিদদের ছবি, প্রতীকী আয়নাঘর এবং স্বৈরাচারী সরকারের ব্যঙ্গচিত্র স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের অফিস সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ‘জুলাই বিপ্লব শুরু হয় মূলত বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে, যার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। জুলাইয়ের শহিদদের স্মরণে এবং নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করতেই রাবি শিবিরের এই তিন দিনব্যাপী আয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নতুনভাবে জুলাই চেতনা ধারণে সহায়ক হবে। আমরা যতদিন এই চেতনা লালন করবো, ততদিন বাংলাদেশের ওপর কোনো অপশক্তি মাথাচাড়া দিতে পারবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত