
গতকাল রোববার খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে কালোব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে বিকাল ৩টায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শুরুর প্রাক্কলে শহিদ বুাদ্ধজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন বুদ্ধিজীবীরা আমাদের সূর্য সন্তান, তারা দেশের সম্পদ। ১৯৭১ সালে বিজয়ের প্রাক্কলে যেসব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিক ছিলেন। তারা মেধা ও মননে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। ইতিহসের বাঁকে বাঁকে কেন সংগ্রাম, বিপ্লব হয় তার অনিবার্যতা বুঝতে হবে। নতুন এ প্রজন্মকে আমাদের ইতিহাস জানতে হবে। আজ এ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান। ব্যবসায় শিক্ষা অনুষদে ডিন (ইনচার্জ) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ)) রথীন্দ্র নাথ মহালদার। এ সভায় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।