
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপনা বিষয়ক দুই দিনের সেমিনার শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপনাবিষয়ক এ সেমিনার শুরু হয়। বিওআরআই এর মহাপরিচালক কমডোর মো. মিনারুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনা করতে হলে গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য এবং এ ক্ষেত্রে বিওআরআই একটি কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাগত বক্তব্যে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কমডোর মোঃ মিনারুল হক বলেন, বিওআরআই-এর গবেষণাগুলো দেশের ব্লু ইকোনমি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।