
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব থাকলেও ঢাকায় একসাথে দেখা গেছে কক্সবাজারের দুই বিএনপি নেতাকে। উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কক্সবাজার জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এই আসনে হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, মনোনয়ন বঞ্চিত হওয়ায় তিনি মশাল মিছিলসহ পুনঃবিবেচনার দাবিতে সমর্থকদের নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছিলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানের অভ্যর্থনাস্থল ঢাকার ৩০০ ফিটে দলীয় নেতাকর্মীদের সাথে একসাথে দেখা যায় শাহজাহান চৌধুরী ও আব্দুল্লাহকে। আব্দুল্লাহসহ একটি ছবি দিয়ে শাহজাহান চৌধুরী ফেসবুকে লিখেছেন,’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’২৫ উপলক্ষে উখিয়া-টেকনাফ একজোট, ধানের শীষে দিবে ভোট।’
এ প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, ‘ঐক্যই আমাদের বড় শক্তি, উখিয়া টেকনাফের মানুষ ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। ‘ অন্যদিকে আব্দুল্লাহ জানান, ‘তারেক রহমান বারবার বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো অন্যায়ই টিকে থাকতে পারে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস দেখা গেছে। উখিয়া উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, ‘আমরা নির্বাচনের মাঠেও এমন দৃশ্য দেখতে চাই, একতার বিকল্প নেই এতে দলেরই লাভ।’
শাহজাহান চৌধুরী এরইমধ্যে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্যদিকে আব্দুল্লাহও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন এমন খবর ছড়ালেও তার আপন ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি ‘ভুয়া’ দাবি করেছেন।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী কক্সবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী, বৃহস্পতিবার সকালে ২২ বছর পর হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।