
কারাগার থেকে বন্দি মুক্তির নামে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছে কারা কর্তৃপক্ষ। ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’ এমন ভুয়া তথ্য ছড়িয়ে চক্রটি বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
কারা অধিদফতরের গণমাধ্যম বিষয়ক এআইজি (প্রিজন্স) জান্নাত উল ফরহাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি লক্ষ্য করা গেছে একটি অসাধু চক্র বন্দিদের স্বজনদের ফোন করে সহায়তার মিথ্যা আশ্বাস দিচ্ছে এবং অর্থ হাতিয়ে নিচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, প্রকৃতপক্ষে লটারি বা এ ধরনের কোনো বিশেষ প্রক্রিয়ায় বন্দি মুক্তির কোনো বিধান নেই। এটি সম্পূর্ণ একটি প্রতারণা এবং অনৈতিক উপায়ে অর্থ আদায়ের অপকৌশল। সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন। এআইজি জান্নাত উল ফরহাদ আরও জানান, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বা প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী যদি লটারির নাম করে টাকা চায়, তবে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। যে-কোনও সন্দেহজনক তথ্য বা প্রয়োজনে কারাগারের অফিসিয়াল হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।