ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ময়মনসিংহে দীপু দাস হত্যায় আরও ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহে দীপু দাস হত্যায় আরও ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের সেলিম মিয়া, সুনামগঞ্জের জামালগঞ্জের মো. তাকবির, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রুহুল আমিন, ময়মনসিংহ সদর উপজেলার নূর আলম, তারাকান্দা উপজেলার শামীম মিয়া ও মাদারীপুরের শিবচর উপজেলার মাসুম খালাসী। তারা সবাই পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী। পুলিশ জানায়, গত বুধবার মধ্য রাতে ভালুকার হবিরবাড়ি ও কাশর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত