ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম নির্বাহী কমিটির ৩০তম সভা

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম নির্বাহী কমিটির ৩০তম সভা

সম্প্রতি আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্য-নির্বাহী কমিটির ৩০তম সভা ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের পঞ্চম তলায় অবস্থিত কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন ও আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান।

সভায় ফোরামের গঠনতন্ত্র ও ফান্ড পরিচালনা, অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, আসন্ন পবিএ রমজান মাসে ইফতার করানোবিষয়ক আলোচনা হয় এবং ট্রেজারার হিসেবে ফোরামের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইমরানকে ফোরামের পক্ষ থেকে মনোনীত করা হয়। সভায় উপস্থিত ছিলেন ডামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন, সাপোর্ট ফোরামের সহ-সভাপতি মো. আবদুল হাই, ফোরাম নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এএম মোরশেদ হোসেইন, এহসানুল আজিজ, আহমদ আহসানুল মুনির, মোহাম্মদ ইমরান ও সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত