ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বন্ধ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

বন্ধ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

থার্টি ফার্স্টের দিন গতকাল বুধবার সন্ধ্যা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রেখেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় মেট্রোরেল কর্তৃপক্ষ। গতকাল বুধবার ডিএমটিসিএলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে গতকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা হতে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের ফলে গতকাল সন্ধ্যা ৭টার পর থেকে মেট্রোরেলের কোনো ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে না এবং এই স্টেশন থেকে কোনো যাত্রী মেট্রোতে উঠতে বা নামতে পারবেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত