ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘শ্রমজীবীদের কল্যাণে জিয়া ও খালেদার অবদান অসামান্য’

‘শ্রমজীবীদের কল্যাণে জিয়া ও খালেদার অবদান অসামান্য’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন- শ্রমজীবী মানুষের কল্যাণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের গণমানুষের নেত্রী, বেগম খালেদা জিয়া অসাধারণ অবদান রেখেছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে ‘শ্রমিক’ বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। আজকে আমরা তাদের দুইজনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছি এবং তাদের জন্য দোয়া করেছি। গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘ব্রিটিশ আমল থেকে যে শ্রম আইনগুলো ছিল, তা পরস্পরবিরোধী ছিল। ২০০৬ সালে বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশ লেবার কোড প্রণয়ন ও অনুমোদন করেন। আজকের দিনে একটি শ্রম আইন দিয়ে শ্রমিক আন্দোলন এবং শ্রম বিষয়ক রাষ্ট্র পরিচালিত হয়।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বেগম খালেদা জিয়া শ্রমজীবী মানুষের কল্যাণে শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আজ কোটি কোটি টাকা সেই তহবিলের মাধ্যমে দুস্থ শ্রমিকদের কল্যাণমূলক কাজে ব্যবহার হয়।’ নজরুল ইসলাম খান বলেন, ‘উৎপাদন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উৎপাদনের মূল হাতিয়ার হলো শ্রমজীবী মানুষ। তাই যারা শ্রমজীবী মানুষদের ভালোবাসতেন, তাদের সবার উচিত সেই শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখা। আমরা এই ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের জন্যই আজ এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এই মানুষ দু’জন আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর আল্লাহ যেন আমাদেরকে শক্তি দেন, তারা যে পথে যেভাবে এ দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত