ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সুতা, রং, রাসায়নিক আমদানিসহ চার দফা দাবিতে তাঁতবোর্ড ঘেরাও কর্মসূচি পালিত

সুতা, রং, রাসায়নিক আমদানিসহ চার দফা দাবিতে তাঁতবোর্ড ঘেরাও কর্মসূচি পালিত

দেশের ৩০ লাখ তাঁতি ও ৬০ লাখ তাঁত শ্রমিকের চার দফা প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রোববার তাঁতবোর্ড ঘেরাওসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তাঁতিরা। দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের অপসারণ এবং সুতা, রং, রাসায়নিক আমদানি অব্যাহত রাখার দাবিতে সারাদেশের তাঁতিরা এই কর্মসূচি পালন করে। ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তাঁতি নেতারা বলেন, এর আগে তাঁতবোর্ডের সহায়তায় সুতা, রং, রাসায়নিক আমদানি করে স্বস্তিতে ব্যাবসা করছিল তাঁতিরা। কিন্তু তাঁতবোর্ড গত দেড় বছরে তাদের সুতা, রং, রাসায়নিক আমদানি সুপারিশ করেনি। ফলে খোলা বাজারে এসবের মূল্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আগে যে কাপড়টি তৈরি করতে খরচ হতো ৫০০ টাকা সেটি এখন তৈরি করতে খরচ হচ্ছে ১ হাজার টাকা। এ কারণে দেশের অধিকাংশ তাঁত বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে হাজার হাজার তাঁত শ্রমিক বেকার হয়ে পড়ছে। এভাবেই এখন তাঁতশিল্প এখন ধ্বংসের পথে। তারা বলেন, নতুনভাবে বাংলাদেশ জাতীয় তাঁতি সমিতি অনুমোদনের পর কোনো সুপারিশের মালামাল আমদানি বা বণ্টন কোনো কিছুই প্রদান করা হয়নি। শুধু জটিলতা সৃষ্টি করা হচ্ছে। ফলে দেশের তাঁতিরা প্রতিদিন লোকসানের সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এক সময় বাংলাদেশের তাঁতশিল্প বিলুপ্ত হয়ে যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত