ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন

প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ইসিতে ৪২ জনের আপিল

প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ইসিতে ৪২ জনের আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়ন ফিরে পেতে প্রথম দিন ইসিতে আপিল করেছেন ৪২ জন প্রার্থী। আগারগাঁও নির্বাচন ভবনে গতকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে। আপিল আবেদনের প্রথম দিনে সবচেয়ে বেশি আবেদন করা হয়েছে ঢাকা অঞ্চল থেকে। এছাড়া সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েনি।

ইসির তথ্য অনুযায়ী, এবার রিটার্নিং অফিস থেকে রংপুর অঞ্চলে ৩৩টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ২১৯টি, বাতিল করা হয়েছে ৫৯টি। রাজশাহী অঞ্চলে ৩৯টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১৮৫টি, বাতিল করা হয়েছে ৭৪টি। খুলনা অঞ্চলে ৩৬টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১৯৬টি, বাতিল করা হয়েছে ৭৯টি। বরিশাল অঞ্চলে ২১টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১৩১টি, বাতিল করা হয়েছে ৩১টি। ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১৯৯টি, বাতিল করা হয়েছে ১১২টি। ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ৩০৯টি, বাতিল করা হয়েছে ১৩৩টি। ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ৯৬টি, বাতিল করা হয়েছে ৪৬টি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত