ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অ্যাপের মাধ্যমে দাখিলার কিউআর কোড যাচাইয়ের অনুরোধ ভূমি মন্ত্রণালয়ের

অ্যাপের মাধ্যমে দাখিলার কিউআর কোড যাচাইয়ের অনুরোধ ভূমি মন্ত্রণালয়ের

অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দাখিলার কিউআর কোড যাচাইয়ের জন্য সারাদেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত সোমবার ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. পারভেজ হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি সেবা সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং ভূমি সেবা সিস্টেমের প্রদত্ত দাখিলার নকল বা ভুয়া দাখিলা তৈরি করে সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধোঁকা দেওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এমনকি নকল বা ভুয়া দাখিলার কিউআর কোড ও ইউআরএল ভূমি সেবা সিস্টেমের মাধ্যমে প্রদও সঠিক দাখিলার কিউআর কোড ও ইউআরএল-এর প্রায় অনুরূপ করে সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে আরও বলা হয়, ভূমি সেবা সিস্টেমের মাধ্যমে প্রদানকৃত ভূমি উন্নয়ন করের দাখিলা যাচাই করার জন্য দাখিলার নিচের অংশে একটি কিউআর কোড দেওয়া থাকে, যা স্ক্যান করে এর সঠিকতা যাচাই করা যায়। এমতাবস্থায়, উক্ত সমস্যা থেকে উত্তরণ এবং সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সহজ ও নিরাপদ ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় কর্তৃক চালুকৃত ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দাখিলার কিউআর কোড যাচাই করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য যে, ভূমি অ্যাপের মাধ্যমে দাখিলার কিউআর কোড যাচাই করলে নকল বা ভুয়া দাখিলার ক্ষেত্রে কিউআর কোড সঠিক নয় বার্তাটি পাওয়া যায়। যার মাধ্যমে অতি সহজেই নকল বা ভুয়া দাখিলা চিহ্নিত করা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত