ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শীতার্ত ও দুস্থদের মাঝে সরকারের ২০ লক্ষাধিক কম্বল বিতরণ

শীতার্ত ও দুস্থদের মাঝে সরকারের ২০ লক্ষাধিক কম্বল বিতরণ

তীব্র শীত নিবারণে দেশের দুস্থ ও অসহায় মানুষের জন্য ২০ লাখ ৪৪ হাজার ৮৯ পিস কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব কম্বল সংগ্রহ ও বিতরণ করা হচ্ছে। গতকাল বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভায় এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ লাখ ৯৩ হাজার ৫শ’টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয় থেকে কম্বল কিনে বিতরণের জন্য দুই ধাপে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম ধাপে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় ধাপে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এরইমধ্যে প্রথম ধাপের অর্থ ও ত্রাণ তহবিলের কম্বল মিলিয়ে ৭ লাখ ৫০ হাজার ৫৮৯টি কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত