ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামের এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের প্রতিবেশী মো. নজরুল ইসলাম বলেন, সকাল সোয়া ১১টার দিকে খিলক্ষেত ৩০০ ফিট সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তিনি জানান, পরে তাকে ঐ গাড়িতে থাকা মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তিনি বলেন, গাড়ি ও চালক খিলক্ষেত থানা হেফাজতে আছে। মৃত চন্দন দাস ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার ভৈরব নগর গ্রামের সুরেশ চন্দ্র দাসের ছেলে। বর্তমানে খিলক্ষেত কুর্মিটোলা স্কুল সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত