
কোম্পানির অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান উঠিয়ে শুধু অর্থদণ্ডের বিধান থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘আগে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠনের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান ছিল। সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু অর্থদণ্ডের বিধান থাকবে। এর ফলে আমরা আশা করছি যে, বাংলাদেশে আরো বিদেশি ইনভেস্টমেন্ট দেখতে পারবো। এটা আরো ফরেন বিনিয়োগকারীদের আকর্ষণ করবে।’ উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে তিনি আরো বলেন, ‘আজকের বৈঠকে তথ্য উপাত্ত সুরক্ষা সংশোদন খসড়া ২০২৬ এর নীতিগত চূড়ান্ত অনুমোদন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬ এর খসার নীতিগত অনুমোদন হয়েছে। এটা চূড়ান্ত অনুমোদন হয়নি। আর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘হার্ট ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন’ মানে এনডিসি থ্রি এটা ভূতাপক্ষ অনুমোদন হয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশের ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। তার মধ্যে ডাটা প্রটেকশন অ্যাক্টের মূল যেই ইস্যু ছিল সেই জায়গাটায় পরিবর্তন এসেছে। ডাটা লোকালাইজেশন উঠিয়ে নেওয়া হয়েছে। আগে সব ডেটার একটি সিংক্রোনাইস রাখতে বলা হয়েছিল। এখন ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। আর পার্সোনাল ডাটার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আছে।’
শিল্পকলা একাডেমীর পরিবর্তনের কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘শিল্পকলা একাডেমীর আগে ডিপার্টমেন্টের সংখ্যা কম ছিল। এখন এটা বাড়ানো হয়েছে। এখন নয়টা ডিপার্টমেন্ট থাকবে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে নতুন বিধান এসেছে। অনেকগুলো ধারায় সংশোধন হয়েছে। নয়টি বিভাগ হচ্ছে– প্রশাসন অর্থ, থিয়েটার, চলচ্চিত্র, আলোকচিত্র, পারফর্মিং আর্ট, গবেষণা ও প্রকাশনা, নিউ মিডিয়া এবং কালচারাল ব্র্যান্ডিং উৎসব ও প্রযোজনা, সংগীত ও চারুকলা। শিল্পকলা একাডেমীর যে বোর্ড আছে সেখানে এখন সরকার নৃগোষ্ঠীদের মধ্যে থেকে একজনকে নিয়োগ করতে পারবেন। এটার একটা বিধান রাখা হয়েছে। যাতে তাদের একটা রিপ্রেজেন্টেশন এখানে থাকে।’ সংবাদ সম্মেলনে গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার হত্যার ঘটনার বিষয় জানতে চাইলে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা একটা মামলা করেছেন।