ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ক্ষুদ্রঋণ খাতে ‘Debt Spiral’ নিরসনে গবেষণার উদ্যোগ

ক্ষুদ্রঋণ খাতে ‘Debt Spiral’ নিরসনে গবেষণার উদ্যোগ

‘Debt Spiral’ বা ঋণ ফাঁদের প্রকৃতি, ব্যাপ্তি ও প্রভাব নিরূপণের লক্ষ্যে ‘Debt Spiral in BangladeshÕs Microfinance : An Assessment of its si“e and implication for indebted household and suggestions for remedial measures’ শীর্ষক গবেষণা প্রস্তাবনা বিষয়ক ইনসেপশন সেমিনার গতকাল বৃহস্পতিবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে মূল আলোচক ও গবেষণা দলের প্রধান হিসেবে বক্তব্য রাখেন- ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি)-এর নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পল্লী কর্মণ্ডসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এমএ বাকী খলিলি এবং পিকেএসএফ এর গভার্নিং বোর্ডের সদস্য ও বাংলাদেশ ব্যাংক এর সাবেক নির্বাহী পরিচালক ড. লীলা রশিদ। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ‘ক্ষুদ্রঋণ খাত দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ হলেও অতিরিক্ত ঋণগ্রস্ততা ও Debt Spiral এখন একটি নীতিগত উদ্বেগের বিষয়। এই গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যভিত্তিক সুপারিশ ক্ষুদ্রঋণ খাতকে আরও মানবিক ও টেকসই করতে সহায়ক হবে।’ এছাড়া এমআরএ-র গত বছরের বার্ষিক প্রতিবেদন হতে দেখা যায় যে, বৃহৎ কিছু প্রতিষ্ঠান সেক্টরের বৃহদাংশ ভূমিকা রাখছে আর অধিকাংশ প্রতিষ্ঠান খুবই ছোট ও আর্থিক অবস্থা নাজুক। বিষয়টি গবেষণা করে দেখার পাশাপাশি এখাতের টেকসই উন্নয়নে অধিক পরিমাণে গবেষণা উপর তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত