ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে ছয় কৃষককে অপহরণ

টেকনাফে ছয় কৃষককে অপহরণ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে কৃষি কাজ শেষে ঘরে ফেরার পথে পিতা-পুত্রসহ ৬ জনকে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর টেকপাড়া এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর মিনাবাজারের বাসিন্দা সোলতান ফকিরের পুত্র মো. জমির, এজাহার হোছনের পুত্র মো. আলম, শামশুল আলমের পুত্র জাহেদ হোছন প্রকাশ মুন্না, রবিউল আলমের পুত্র মো. শফিউল আলম, একই ইউনিয়নের কম্বোনিয়া পাড়ার আশ্রয় কেন্দ্রের বাসিন্দা মোজাহার মিয়া ও তার পুত্র মোস্তাক। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জালাল বলেন, অপহৃতদের পরিবার ও স্থানীয় চকিদার বিষয়টি আমাকে অবগত করেছেন। ঘটনার পরপরই উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গিয়ে ছয়জন কৃষক অপহরণের শিকার হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত