ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রিট খারিজ, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার

রিট খারিজ, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আজ শুক্রবার নির্ধারিত সময়েই ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে পরীক্ষার্থীদের পক্ষে গত ২৮ জানুয়ারি এ বিষয়ে রিট দায়ের করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। রিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে পরীক্ষা আয়োজনকে চ্যালেঞ্জ জানানো হয় এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয়টি উল্লেখ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) রিটের বিরোধিতা করে জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ায় ফলে পিএসসির পূর্বঘোষিত সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর আগে গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত