ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে নিহত নারীর মস্তক উদ্ধারের পর শিশুকন্যার লাশ উদ্ধার

রংপুরে নিহত নারীর মস্তক উদ্ধারের পর শিশুকন্যার লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ এক মহিলার মাথা বিহীন লাশ ও মাথা উদ্ধারের পর নিহত মহিলার শিশু কন্যা সাইমা (৫) এর লাশ উদ্ধার করেছে। গতকাল রোববার সকালে বদনাপাড়ায় মাটির নীচ থেকে এ লাশ উদ্ধার হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরাইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের সীম খেত থেকে পুলিশ এক অজ্ঞাত নারীর মাথা বিহীন লাশ উদ্ধার করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সিআইডি রংপুর ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ টিম নিশ্চিত হয় ওই নারী নীলফামারী জেলার জলডাকা উপজেলার পশ্চিম গোল মুন্ডা ফকিরপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে দেলোয়ারা বেগম (৩১)। তার বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরবর্তীতে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। দোলোয়ারার সঙ্গে পীরগঞ্জের বড় বদনাপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে আতিকুল ইসলামের (৪০) সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিল। তারা দুজন গ্রামগঞ্জে গান-বাজনা করে বেড়াতেন।

পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধারের পর সেদিনই মাথাটি উদ্ধারের জন্য ব্যাপক প্রচেষ্টা চালালেও মস্তকটি উদ্ধার করতে পারেনি। পরে সিআইডি রংপুর ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ টিম ও পীরগঞ্জ থানা পুলিশের অনুসন্ধানের পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আতিকুরকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আতিকুর হত্যার দায় স্বীকার করলে গত শনিবার পুলিশ তাকে নিয়ে করতোয়া নদীর টোংরারদহ থেকে মস্তকটি উদ্ধার করে।

আতিকুর পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারীর কন্যা সন্তান সাইমাকেও হত্যার দায় স্বীকার করলে পুলিশ আতিকুরকে নিয়ে বদনাপাড়ায় গিয়ে তার বাড়ি পাশে মাটির নীচ থেকে সাইমার লাশ উদ্ধার করে। সাইমার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সাইমার লাশ উদ্ধারের পর ক্ষুব্ধ গ্রামবাসী আতিকুরের বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং আমরা হত্যাকাণ্ডের ব্যাপারে সঠিক তদন্ত চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত