সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা শরিফে পীরে কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যাত সাহিত্যিক, সমাজসেবক, আধ্যাত্মিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ ব্রত নিয়ে চলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফি আলহাজ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর তিন দিনব্যাপী ৬১তম বার্ষিক ওরস শরিফ গত রোববার বাদ ফজর মিলাদের মধ্য দিয়ে শুরু হয়ে আজ মঙ্গলবার সকাল ৭টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি নলতা পাক রওজা শরিফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে তিন দিনব্যাপী বার্ষিক ওরস শরিফ অনুষ্ঠিত হয়। আর এই পবিত্র ওরস শরিফ উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পাক রওজা শরিফ, মাহফিল মাঠসহ আশপাশের এলাকাকে সজ্জিত করা হয় নান্দনিকতায়। চারিদিকে সাজ সজ্জায় সজ্জিত হয়ে পুরো এলাকায় পবিত্র ওরস শরিফের আমেজ বিরাজ করে।
পবিত্র ওরস শরিফকে কেন্দ্র করে পাক রওজা শরিফ এলাকায় দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের থাকার জন্য অস্থায়ী আবাসন নির্মাণ, মিশন অফিসের সামনে বিগত সময়ের ন্যায় লক্ষাধিক টাকা ব্যয়ে প্রধান তোরণসহ এলাকার বিভিন্ন পয়েন্টে অসংখ্য তোরণ, প্যান্ডেল, লাইটিং, রন্ধনশালা, খানা মাঠ, বিভিন্ন স্টল, হৃদয়ে আহ্ছান, তথ্য অনুসন্ধান ও প্রচার কেন্দ্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুম, প্রেস বক্স ও স্কাউট-রোভার স্কাউট কন্ট্রোল রুম, রাস্তাঘাটসহ নানা ধরনের আয়োজন ছিলো।
ওরস শরিফের দ্বিতীয় দিন গতকাল সোমবার দুপুরে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন অফিসের সামনে খানা মাঠে মিশনের পক্ষ থেকে হাজার হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। পবিত্র ওরস শরিফে দেশ-বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ ও মেহমানদের জন্য ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। পুরুষদের পাশাপাশি ছিলো নারীদের জন্য আলাদা ব্যবস্থা। তিন দিনের এই পবিত্র ওরস শরিফে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামরা কোরআন, হাদিসের আলোকে শরিয়ত, তরিকত, হাকিকত, মারফত নিয়ে আলোচনা করেন। এছাড়া মিলাদ, কেয়াম ও সব মুসলিম উম্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আজ সোমবার সকাল ৭টায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ৬১তম বার্ষিক ওরস শরিফ সমাপ্ত ঘটবে। আখেরি মোনাজাতের পূর্বে পাক রওজা শরিফে বিশেষ চাঁদর পেশ করা হবে।