ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানের হাইকমিশনারের ‘কৌতূহলী’ সফর কক্সবাজারে

পাকিস্তানের হাইকমিশনারের ‘কৌতূহলী’ সফর কক্সবাজারে

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ তিনদিনের সফরে কক্সবাজারে এসেছেন। গত বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট যোগে (ফ্লাইট নং-বিএস-১৫৯) তিনি কক্সবাজার পৌঁছান। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল বিশেষ বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের হাইকমিশনার তিনদিনের সফরে কক্সবাজারের উখিয়ায় অবস্থিত হোটেল সি-পার্লে ওঠেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন গিয়াস উদ্দিন নামের একজন। ওই কর্মকর্তা দাবি করেছেন, গিয়াসউদ্দিন তার গাড়ি চালক। সূত্র মতে, সর্বশেষ তিনি গেল ৬ ফেব্রুয়ারি একইভাবে একই হোটেল (হোটেল সি-পার্লে) সস্ত্রীক সফরে আসেন। দুইদিন থেকে কক্সবাজার ত্যাগ করেছিলেন তিনি।

একটি সূত্র থেকে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহম্মেদ মারুফের সফরের অস্পষ্ট একটি কাগজ প্রতিবেদকের হাতে এসেছে। ওই কাজটি তেমন পড়া যাচ্ছে না। সফরসঙ্গীর তালিকায় গিয়াসউদ্দিনের নামটি স্পষ্ট পড়া যাচ্ছে। তার নামের পাশের একটি বাংলালিংক মুঠোফোন নাম্বার রয়েছে। ওই নাম্বারে যোগাযোগ করা হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শুক্রবার কয়েকদফা কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ তিনদিনের সফরে কক্সবাজারে আসার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি তার সফর সম্পর্কে বিস্তারিত অবগত নন। তবে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম তার প্রটোকলে রয়েছে বলে দাবি করেন। পুলিশ কর্মকর্তা জসিম আরও বলেন, তার (হাইকমিশনার) ব্যবহৃত গাড়িটি নষ্ট হওয়ায় শুক্রবার কোথাও যাননি। শুক্রবার দুপুরে কথা হয় ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকারের সঙ্গে। তিনি বলেন, পাকিস্তানের হাইকমিশনার হোটেল সি-পার্লে অবস্থান নেওয়ার খবর পেয়ে খোঁজ নিয়েছি। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত তিনি হোটেলেই ছিলেন। হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, আজ শনিবার তিনি দুপুরে হোটেল ত্যাগ করার কথা রয়েছে।

সূত্র মতে, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, রংপুর ও ঝিনাইদহ সফর করেন। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের কক্সবাজার সফর নিয়ে নানা ‘কৌতূহল’ দেখা দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত