ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে স্বাবলম্বী কৃষকরা

দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে স্বাবলম্বী কৃষকরা

চলতি রবি মৌসুমে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় জেলা কৃষি অধিদপ্তরের দিকনির্দেশনায় ৬০৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ ও আগাম জাতের আর্লি শিম ৫৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও সুষ্ঠু পরিবেশ থাকায় জেলায় সবজি চাষ অর্জিত হয়েছে ।

সরজমিন দিনাজপুর জেলার কয়েকটি উপজেলায় ঘুরে দেখা গেছে, শিমের সবজি বাগানে মনোরম দৃশ্য লক্ষ্য করা গেছে। সাদা এবং বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি যেন নতুনরূপে সেজেছে। রবি মৌসুমে গ্রামের সবজিখেতে এমন মনোরম দৃশ্যে ভরে উঠেছে দিনাজপুর বিভিন্ন উপজেলার গ্রামের মাঠ।

দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী গ্রামের কৃষক মো: সোহরাব আলীর মাচায় উঠা শিমের সবুজ বাগান। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় এ অঞ্চলে বাণিজ্যিকভাবে শিম চাষে ঝুঁকছেন কৃষকরা। কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি ও রবি মৌসুমে বাঁশের মাচা দিয়ে শিম চাষ করছেন। দেশি জাতির শিম রবি মৌসুমির এরইমধ্যে শিমের মাচায় ফলন আসা শুরু করেছে। মৌসুমির শুরুতে ১৫০ টাকা কেজি ধরে শিম বিক্রি করেছেন। এখনও বাজারে তাদের শিম ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে পাইকারের কাছে বিক্রি করা হচ্ছে। শিম শুধু দিনাজপুরে সীমাবদ্ধ নয়। পাইকাররা শিম নিয়ে ট্রাকযোগে ঢাকায় পাটাচ্ছেন। শিম চাষিরা জানান, এখাকার শিম দেশের প্রত্যেকটি জেলায় চাহিদা রয়েছে। এ শিমের খেতে সুস্বাদু ও পুষ্টিকর। দেশি জাতির শিম গ্রাহকদের কাছে খুবই পছন্দনীয়। দিনাজপুরের শিমের নাম শুনলেই ক্রেতারা আগ্রহের সাথে ক্রয় করে। বাইরের পাইকাররা এ জেলার শিম চাষিদের খেত টাটকা কিনে নিয়ে যায়। যোগাযোগব্যবস্থা ভালো থাকায় প্রতিদিনের উঠানো শিম পাইকাররা দেশের যেকোনো জেলার সরবরাহ করতে পারে। ফলে দূরের ক্রেতারা টাটকা শিম খেতে পারেন। দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. কৃষিবিদ মো: আফজাল হোসেন জানান, চলতি রবি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের আগাম সবজি ৬০৬ হেক্টর জমিতে চাষ করা হয়েছে এবং আগাম জাতের শিম ৫৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও সুষ্ঠু পরিবেশে কৃষি বিভাগের সহযোগিতায় সবজিচাষ অর্জিত হয়েছে। এসব সবজির মধ্যে শিম একটি উল্লেখযোগ্য উৎপাদনশীল সবজি।

তিনি বলেন, বিগত কয়েক বছরে জেলার সবগুলো উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আগাম শীতকালীন সবজি শিম। এবারে বাম্পার শিমের ফলন ও বাম্পার দাম পেয়েছে শিম চাষিরা।

শিম চাষিরা বলেন, শিম চাষে খরচ কম। লাভ বেশি। তারপর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আফজাল হোসেনের নিয়মিত তদারকির ফলে দিনাজপুর জেলায সবজি চাষসহ অন্যান্য ফসল ভালো হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত