
সড়ক পার হতে রেললাইনে উঠেছিল সিএনজিচালিত অটোরিকশা। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে ধাক্কা দিয়ে এটিকে লাইন থেকে রেল লাইন থেকে সরানোর চেষ্টা করেন। এরপরও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটির যাত্রী মা ও নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধাক্কা দেওয়া ট্রেনটির নাম মহানগর এক্সপ্রেস। ধাক্কায় অটোরিকশাটি অন্তত ৪০ গজ দূরে রেললাইনের পাশে খাদে পড়ে যায়।
নিহত দুজন হলেন- মৌলভীপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী মাহমুদা বেগম (৪৫) ও তাঁর মেয়ে সানজিদা সুলতানা (২৫)। এ ঘটনায় সানজিদা সুলতানার এক বছরের শিশুও আহত হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন। পুলিশ জানায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় সানজিদা সুলতানার নানাশ্বশুর মারা যান। তার মরদেহ দেখতে সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের চারজন সেখানে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন আসার আগেই রেললাইনে অটোরিকশাটি আটকে ছিল। পরে নিহত মাহমুদা বেগমের স্বামী ও ছেলে অটোরিকশা থেকে নেমে ধাক্কা দিয়ে এটিকে সরানোর চেষ্টা করেছিলেন। তবে মুহূর্তেই ট্রেন চলে আসায় এতে ধাক্কা লাগে। এ সময় মাহমুদা বেগম ও সানজিদা সুলতানা গুরুতর আহত হন। এ ঘটনার পরই গুরুতর আহত মাহমুদা, সানজিদাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মৃত্যু হয়। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশরাফ ছিদ্দিক বলেন, তারা অটোরিকশাটি উদ্ধার করেছেন। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়েছেন। তারা অটোরিকশাচালক ও মালিককে খুঁজছেন।