ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সার্চ

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সার্চ

গুগল তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অনুসন্ধান ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গুগল ভারতে তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অনুসন্ধান ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এবার ‘এআই মোড’ চালু করা হয়েছে সাতটি নতুন ভারতীয় ভাষায়- বাংলা, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল, তেলুগু এবং উর্দু। এর ফলে কোটি কোটি ব্যবহারকারী এখন নিজেদের ভাষায় জটিল প্রশ্ন করতে এবং বিস্তারিত উত্তর পেতে সক্ষম হবেন।

সাতটি ভাষায় নতুন যাত্রা : আগে গুগলের এআই মোড শুধু ইংরেজি ও হিন্দি ভাষায় সীমিত ছিল। নতুন সংস্করণ ব্যবহারকারীদের আরও গভীরভাবে অনুসন্ধান করতে সাহায্য করবে এবং দীর্ঘ, কথোপকথনধর্মী প্রশ্নেরও যথাযথ উত্তর দিতে পারবে। গুগল জানিয়েছে, ভারতে এআই মোড চালু হওয়ার পর ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। অনেকে এটি ব্যবহার করছেন পড়াশোনা, লেখালেখি, পণ্যের তুলনা ও ভ্রমণ পরিকল্পনার কাজে।

নতুন প্রযুক্তি ‘জেমিনি’ মডেলে : নতুন ভাষাগুলোর জন্য গুগল ব্যবহার করছে নিজস্ব ‘জেমিনি’ নামের মডেল। এটি শুধু শব্দ অনুবাদ করে না, বরং স্থানীয় ভাষার সূক্ষ্মতা ও কথার প্রেক্ষাপটও বুঝতে পারে। নতুন এই ভাষাগুলোর কার্যক্রম আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে চালু হবে।

নতুন সংযোজন ‘সার্চ লাইভ’ : এর সঙ্গে গুগল চালু করেছে নতুন সুবিধা ‘সার্চ লাইভ’। এর মাধ্যমে ব্যবহারকারীরা কণ্ঠস্বর ও ক্যামেরার সাহায্যে গুগলের সঙ্গে সরাসরি কথোপকথনের মতো অভিজ্ঞতা পাবেন।

উদাহরণ হিসেবে- আপনি ক্যামেরা দিয়ে কোনো উপাদানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে পারেন, ‘এই উপাদান দিয়ে ঠান্ডা মাচা বানানোর সেরা উপায় কী?’ গুগল তখন সঙ্গে সঙ্গেই প্রাসঙ্গিক উত্তর দেবে। ভারতের বাইরে প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের পর ‘সার্চ লাইভ’ চালু হচ্ছে ভারতে। প্রাথমিকভাবে এটি ইংরেজি ও হিন্দি ভাষায় পাওয়া যাবে। গুগল জানিয়েছে, নতুন এই ফিচার বিশেষভাবে কার্যকর হবে ঘরোয়া কাজ, সমস্যা সমাধান, শিক্ষার্থীদের প্রজেক্ট এবং ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে।

ধাপে ধাপে চালু : ‘সার্চ লাইভ’ আজ থেকেই ধাপে ধাপে দেশজুড়ে ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। ব্যবহারকারীরা চাইলে গুগল অ্যাপ খুলে অনুসন্ধান বারের নিচে থাকা ‘লাইভ’ আইকনে চাপ দিতে পারেন অথবা গুগল লেন্সে গিয়ে ‘লাইভ’ বিকল্পটি বেছে নিতে পারেন। গুগলের ভাষ্য অনুযায়ী, নতুন এই আপডেটগুলোর ফলে ভারতে গুগল অনুসন্ধান আরও কথোপকথনধর্মী, প্রাসঙ্গিক ও ব্যবহারবান্ধব হবে। ব্যবহারকারীরা এবার সত্যিকার অর্থেই যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন উপযুক্ত উত্তর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত