
পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতির পরও সীমান্ত এলাকায় আলাদা হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দুই দেশের কর্মকর্তারা পাল্টাপাল্টি হামলার দাবি করেছেন। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন আফগান ক্রিকেটারও আছেন। হামলাটি আবাসিক এলাকায় চালানো হয়।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিহত ক্রিকেটাররা হলেন কবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা একটি স্থানীয় ম্যাচ খেলে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন। বোর্ড জানিয়েছে, এটি আফগান ক্রীড়াঙ্গনের জন্য বড় ক্ষতি। এ ঘটনায় শোক জানিয়ে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ১৭০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাকিস্তানের বিমানগুলো সাধারণ মানুষের ঘরবাড়ি ও বাজারে বোমা ফেলেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সূত্র : দ্য হিন্দু, এনডিটিভি
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত এলাকায় কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সম্প্রতি দু’পক্ষের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়। গত শুক্রবার গ্রিনিচ মান সময় বেলা ১টার সময় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ও আফগানিস্তানের কূটনীতিকেরা বলেছেন, উভয় পক্ষই যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। আফগান কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ- পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে হামলা চালিয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র মোহাম্মদউল্লাহ আমিনি মাউয়িআ বার্তা সংস্থা এপিকে বলেন, দক্ষিণ- পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশ এবং পাকিস্তান সীমান্তসংলগ্ন আরও দুই এলাকায় বোমা হামলা হয়েছে। এ ছাড়া খানাদার গ্রামে একটি বেসামরিক বাড়িতেও বিমান হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কয়েক ঘণ্টার মধ্যে পাকতিকা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল মাউয়িআ বলেছেন, বারমাল ও উরগুন এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি হতাহতের বিস্তারিত তথ্য জানাননি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইয়েদ নাসিম সাদাতের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলায় আটজন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তারা একটি ম্যাচ খেলার পর উরগুন এলাকায় ফিরছিলেন। বিমান হামলার বিষয়ে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পাকিস্তানি সেনাবাহিনীর বক্তব্য জানার চেষ্টা করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে কোনো পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।
একজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে নতুন বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি তো আফগান তালেবানের সঙ্গে হয়েছে। আফগানিস্তানে অবস্থানরত ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীদের সঙ্গে হয়নি, যারা পাকিস্তানে হামলা চালায়।’ আফগানিস্তানে হামলার আগে পাকিস্তানের কর্মকর্তারা বলেছিলেন, সীমান্তের কাছে নিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ডে পাকিস্তানি তালেবানের (টিটিপি) পৃষ্ঠপোষকতায় একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এতে ওই এলাকায় কয়েকজন নিহত হন। পাকিস্তানের পুলিশ কর্মকর্তা ইরফান আলী বলেছেন, উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের মির আলী শহরের একটি সামরিক কম্পাউন্ডে পাকিস্তান তালেবান হামলা চালিয়েছে। হামলায় প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
পাক-আফগান যুদ্ধ বন্ধ করা খবুই সহজ কাজ- বললেন ট্রাম্প : বৈশ্বিক সংঘাত নিরসনে আবারও নিজের কৃতিত্বের কথা সাংবাদিকদের জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, হোয়াইট হাউসের মসনদে বসে ৮টি যুদ্ধ বন্ধ করেছেন তিনি। সেই তুলনায় পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ বন্ধ করা তার জন্য ‘খুবই সহজ’ কাজ। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদিও আমি বুঝতে পারছি পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করেছে বা দুদেশের মধ্যে কোনো সংঘাত চলছে। এটা এমন একটা ব্যাপার, যা আমি চাইলে সহজেই মিটিয়ে ফেলতে পারি। আপাতত আমাকে যুক্তরাষ্ট্র চালাতে হচ্ছে, কিন্তু আমি যুদ্ধ সমাধান করতে ভালোবাসি।’ রিপাবলিকান এই নেতা আবারও দাবি করেন, তিনি একাধিক যুদ্ধ সমাধান করেছেন। যার মধ্যে রয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার শান্তিচুক্তিও। যদিও তার এই দাবি ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্সদের (ডিজিএমও) সরাসরি আলোচনার মাধ্যমেই সম্পন্ন হয়।
সাংবাদিকদের আক্ষেপ করে ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ সমাধান করেছি। রুয়ান্ডা ও কঙ্গোয় যান, আর ভারত ও পাকিস্তান নিয়ে কথা বলুন। দেখুন আমরা কতটি যুদ্ধ সমাধান করেছি। প্রতিবারই যখন আমি কোনো যুদ্ধ সমাধান করেছি, তখন তারা বলত, ‘আপনি যদি পরেরটি সমাধান করেন, নোবেল পুরস্কার পাবেন। (অথচ) আমি নোবেল পাইনি। একজন ভদ্র নারী এটি পেয়েছেন। আমি জানি না তিনি কে, কিন্তু তিনি খুব উদার ছিলেন। এসব ব্যাপারে আমি পাত্তা দিই না। আমি শুধু জীবন বাঁচানো নিয়ে চিন্তা করি। তবে এটা (পাক-আফগান সংঘাত) হবে নম্বর ৯।’ ট্রাম্প আরও বলেন, ‘আমাদের এমন কোনো প্রেসিডেন্ট ছিলেন না, যিনি একটিও যুদ্ধ সমাধান করেছেন। একটিও না। বুশ যুদ্ধ শুরু করেছিলেন...কিন্তু আমি কোটি কোটি জীবন বাঁচিয়েছি।’ প্রসঙ্গত, গত শনিবার (১১ অক্টোবর) রাতে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর উভয় দেশই দাবি করে, তারা একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করেছে। তালেবান সরকারের অভিযোগ, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) কাবুল ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এ হামলার প্রতিশোধ নিতে শনিবার পাল্টা আক্রমণ করে আফগানিস্তান। এতে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয় বলে দাবি করে কাবুল। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে, তাদের ২৩ জন সেনা শহীদ হয়েছে। তবে পাল্টা হামলায় ২০০ জন তালেবান ও সহযোগী যোদ্ধা নিহত হয়। এর পর থেকে থেমে থেমে প্রায় চার দিন ধরে এই পাল্টাপাল্টি হামলা চলছিল। সর্বশেষ গত বুধবার দুই দেশের বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে সীমান্ত এলাকায় অন্তত ২১ জন নিহত ও আরও অনেকে আহত হন। এদিকে শুক্রবার রাতে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭৯ জন।