ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এমপি প্রার্থীদের কর্মশালায় চরমোনাই পীর

এমপি প্রার্থীদের কর্মশালায় চরমোনাই পীর

সন্ত্রাস, চাঁদাবাজি, পেশিশক্তি বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

পীর চরমোনাই বলেছেন, আগামী নির্বাচন হবে পুরোনো বন্দোবস্তের বিরুদ্ধে নতুন বন্দোবস্তের লড়াই। মঙ্গলবার ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্য প্রার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

কর্মশালায় নির্বাচনী নানা কৌশল ও সম্ভাব্য সমস্যা নিয়ে কৌশলগত আলোচনা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ্ আল ফরিদি, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, পেশিশক্তি নির্ভর অসুস্থ রাজনীতির বিরুদ্ধে জনসেবা, দেশপ্রেম ও সততার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। না হয় জুলাইয়ের জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের রক্ত আমাদের অভিশাপ দেবে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সর্বত্র আজ ইসলামকে রাষ্ট্রপরিচালনায় দেখতে চাওয়া মানুষের উপস্থিতি। এই বাস্তবতায় দেশের সব ইসলামপন্থি শক্তি একত্রে একবাক্স নীতি গ্রহণ করেছে যাতে ইসলামণ্ডমনস্ক মানুষ দ্বিধাগ্রস্ত না হয়। ইসলামপন্থীর এই ঐক্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে কালোটাকা ও পেশিশক্তির বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। ইসলামী আন্দোলন আমির বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ফলেই ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে কোন কোন দলের অনিহার কারণ আমরা বুঝতে পারি না। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা তফশিলের আগেই গণভোট আয়োজন করার কথা বলেছি। জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী স্বৈরতন্ত্রকে স্থায়ী বিলোপের জন্য পিআর পদ্ধতির কথা বলে যাচ্ছি। আমাদের দাবির মধ্যে কোনো স্বার্থ নেই। আমাদের লক্ষ্য, দেশে যেন আর কোনো দিন, কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে সেই ব্যবস্থা করা। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে পীর চরমোনাই বলেন, আসুন, আলোচনার মধ্যে দিয়ে সব বিভেদ দূর করে একটি আনন্দমুখর শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত