ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৯৩ মৃত্যু তিন

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৯৩ মৃত্যু তিন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৪৮৬ জন। শনিবার অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে ৮৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৮ জন এবং খুলনা বিভাগে ২৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকার।

এই সময়ে ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৩৩১ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত